Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও ছড়াশিল্পী কার্তিক ঘোষের শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেন কথা ‌‌-ছন্দ

প্রখ্যাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও ছড়াশিলপী এগরা কথা ‌‌-ছন্দ র’ একান্ত স্বজন কার্তিক ঘোষ না ফেরার দেশে গেছেন গত ১০ মার্চ। কথা ‌‌-ছন্দ আজ সকাল ০৮-৩০ টায় শিক্ষার্থীদের নিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে। বিষয়টি ছিল ওনার শিশু সাহিত্যিক হিসাবে নানান দিক এর কথা। প্রায় ৫৫ জন্ শিক্ষার্থী ও ৩১ জন অভিভাবক সদস্য সদস্যার ঐকান্তিকায় উক্ত নিবেদন আনন্দঘন হয়ে ওঠে।

কথা ‌‌-ছন্দ র’ পক্ষ থেকে ছোটদের গ্রন্থাগার গড়ে তোলার ভাবনার কথা শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক মাথায় প্রথম আসে যা আজকের ভবন ও পঞ্চাশ লক্ষ টাকার গ্রন্থাগার পল্লবিত হয়েছে। শিক্ষার্থীদের ৪৬ টি ছড়া ও একটি গদ্য অঞ্জলি র বিষয় তার পরতে পরতে ফুল পাখি প্রকৃতি মা নব জীবনের ছোট ছোট দিক উঠে আসে। অপিচ মেদিনীপুর ওনার প্রিয় জেলা হিসেবে ছড়ায় স্থান পেয়েছে এমনকি তার প্রিয় এগরা ছড়ায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। অথর্ববেদ এর শান্তি মন্ত্র উচ্চারণ এরমধ্যে শ্রদ্ধাঞ্জলি শেষ হয়। সমগ্র বিষয়ে নিয়ন্ত্রণে ছিলেন চৈতালি বোস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read