অনুষ্ঠান বাড়ির খাওয়ার খেয়ে অসুস্থ হল বহু মানুষ। তাঁদের চিকিৎস্যার জন্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ।
রবিবার সন্ধ্যে বেলায় এক অনুষ্ঠানে খাওয়ার খেয়ে সোমবার সকাল থেকে কিছু কিছু জন অসুস্থ হতে শুরু করে ।রাতে সংখ্যা বাড়ে ।জানাচগেছে এখনো অবধি নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কল্যাণ চক গ্রামের প্রায় ৪০ জন অসুস্থ হয়েছে। অসুস্থদেরকে নন্দকুমার ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার করার পর মঙ্গলবার বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । বাকি অসুস্থরা চিকিৎসার জন্য এখনো ভর্তি রয়েছেন।
এলাকাবাসীরা জানিয়েছে সোমবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠান বাড়ির খাবারটি কোন এক হোটেল থেকে আনা হয়েছিল। আর সেই খাবার খেয়েই আমন্ত্রিত অতিথিরা অসুস্থ হয়ে পড়েন। তদন্ত চলছে। এলাকায় মেডিকেল টিমকে পাঠানো হয়েছে। নন্দকুমার ব্লকের বিডিও ঘটনা স্থলে খবর পেয়ে যান। ঘটনাস্থলে পুলিশ প্রশাসনও রয়েছে বলে নন্দকুমার থানা সূত্রে জানা গিয়েছে। অসুস্থ হওয়ার কারণ খুঁজছে স্বাস্থ্য বিভাগ।