বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। তার বন্ধু গুরুতর জখম হয়। বুধবার দুপুরে ভগবানপুর থানার টোটানালার বাসিন্দা শুভদীপ দাস (২৬) বাইকে তার বন্ধুকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের সবং থেকে সবং – কাঁটাখালি রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নিমতলা বাসস্ট্যান্ডের কাছে বাইকটি পাল্টি খেয়ে যায়।
শুভদীপ ও তার বন্ধু বাইকসহ ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শুভদীপের মৃত্যু হয়। গুরুতর জখম হয় তার বন্ধু। স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল থেকে শুভদীপ দাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনা গ্রস্থ বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Author: ekhansangbad
Post Views: ১২০