তল্লাসীর নামে শনিবার ভোররাত্রে বাড়িতে হানা দিয়ে মহিলাদের শ্লীলতাহানি করেছে এনআইএ আধিকারিকরা ।শনিবার রাত্রে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগ অভিযোগ দায়ের করেছে ধৃত এক তৃণমূল নেতার পরিবার। এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
শনিবার সকালেই এনআইএ তাদের উপর হামলার অভিযোগ করেছিল ভূপতিনগর থানায়।তার মধ্যেই এ বার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল এনআইএর বিরুদ্ধে।
গত ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ শনিবার ভোররাত্রে দুজনকে গ্রেপ্তার করতে যায়। পাঁচটি জায়গায় তল্লাশির পর বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তার করে এনআইএ। এরপরেই মনোব্রত জানার বাড়ির কাছে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন।এনআইএ-র অভিযোগ তাঁরাই হামলা চালায়। এনআইএ প্রতিনিধি দলের একজন জখম হন। গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।এরপরেই ভূপতিনগর থানায় অভিযোগ করে এনআইএ।
তৃনমূলের অভিযোগ প্রসঙ্গে কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, মনোব্রতর বাড়ি থেকে এনআইএ-এর বিরুদ্ধে অভিযোগ করেছে। দরজা ভেঙে বাড়িতে ঢুকে তারা শ্লীলতাহানি করেছে। তদন্ত করে দেখা হবে।উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে।