পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার মির্জাপুর-জলছত্র বাজারে প্রথম টু-হুইলার মোটর বাইক শো-রুমের পথচলা শুরু হল। সোমবার সকালে বিশিষ্ট সমাজসেবী আইয়ুব খানের নেতৃত্বে মির্জাপুর-জলছত্র বাজারে কুদি-রামনগর রাজ্য সড়কের পাশে সিএম হিরো ফেস্টিভ কাউন্টারের শুভ উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কোন কর্মসংস্থানের দিশা নেই। তাই হিরো শোরুমের কর্ণধার আইয়ুব খান এখানে বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন।
এটা খুবই ভালো উদ্যোগ। এখানে হিরো কোম্পানির সমস্ত মডেলের টু-হুইলার মোটর বাইক পাওয়া যাবে। হিরো-শোরুমের কর্ণধার আইয়ুব খান জানিয়েছেন, পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত এই শোরুম। মোটর বাইক কিনলেই রয়েছে আকর্ষণীয় উপহার। প্রথম দিনেই স্থানীয় এলাকার বহু মানুষ নতুন হিরো-শোরুমে ভীড় জমান।
Author: ekhansangbad
Post Views: ১২৭