Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিব মন্দিরে জল ঢালতে রূপনারায়নে পূন্যার্থীদের ভীড়

নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য বৃহস্পতিবার গভীর রাত অবধি রূপনারায়ণ নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে পাড়ি দেন পূর্ণার্থীরা।

শুধু পূর্ব মেদিনীপুর নয় পার্শ্ববর্তী জেলা থেকে পুণ্যার্থীরা জল তুলতে তমলুকের রূপনারায়ণ নদীতে আসেন। সেইসব পূর্ণার্থীদের হাতে তমলুকের বর্গভীমা মন্দির সংলগ্ন এলাকায় শিব পরিবারের পক্ষ থেকে ঠান্ডা পানীয়, খিচুড়ি, আলুর দম, লুচি, তরকারি সহ নানান খাওয়ার তুলে দেওয়া হয়।



পাশাপাশি বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পুন্যার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে তমলুক শহরে বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়। তমলুকের হাসপাতাল মোড়, মানিকতলা সহ বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

পাশাপাশি তমলুক শহর ও রূপনারায়ন নদীর পাড়ে নজরদারি করেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ও অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগারওয়াল। এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, যাতে কোনোভাবেই কোন পূর্ণার্থীর অসুবিধা না হয় সেই কারণে বারবার এলাকা পরিদর্শন করছেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও স্থানীয় কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read