Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বালিসাইতে মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ কর্মসূচী করলেন সৌম্যেন্দু অধিকারী।

শুক্রবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার রামনগর -৪ মন্ডলের বালিসাইতে মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ কর্মসূচী করলেন বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারী।

এই প্রচার ও পদযাত্রায় কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার ইনচার্জ ও জেলা সহ-সভানেত্রী প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি, জেলা সহ-সভানেত্রী মৌমিতা দাস, জেলা কিষাণ মোর্চার সভাপতি রতন আচার্য, রামনগর বিধানসভার কনভেনর সত্যরঞ্জন দাস,কো-কনভেনর শান্তিরঞ্জন জানা,রামনগর – ৪ মন্ডলের সভাপতি বিবেকানন্দ পাত্র প্রমুখ নেতৃবৃন্দ ও দলীয় সমর্থকগন।

বালিসাইর কর্মসূচির পর রামনগর বি ব্লকের সটিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলন করলেন প্রার্থী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read