পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় বেঙ্গালুরু রামেশ্বরম এর বিস্ফোরণ কান্ডের যুক্ত গ্রেফতার দুই জঙ্গি সন্দেহে যুবককে ট্রানজিট রিমাইন্ড এ বেঙ্গালুরু নিয়ে গেল এন আই এ। শুক্রবার ভোর রাতে নিউ দিঘার আয়ুস ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে মুসাফির হোসেন শাজিব ও আব্দুল মতিন আহমেদ ত্বহা কে গ্রেফতার করে। শুক্রবার রাত্রি ১১ টা নাগাদ হোটেলের মালিক এর ছেলে সাংবাদিক বৈঠক করে ঘটনার বিবরণ তুলে ধরে।
আজ শনিবার দীঘা থানার ওসি আয়ুস হোটেলের মালিক এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জঙ্গিদের জিজ্ঞাসা করে জানতে পেরেছে চেন্নাই থেকে কলকাতাতে এসেছিল।কলকাতার একাধিক হোটেলে দার্জিলিং, শিলিগুড়ি,ও পুরুলিয়া ঘুরে হাওড়া থেকে বাসে করে দীঘায় পৌঁছে ৭ এপ্রিল। ওই হোটেলে তদন্তকারী আধিকার থেকে তাদের উপরে নজরদারি করে। তারপরে তাদের গ্রেফতার করে। তাদের থেকে একাধিক ভুয়ো ঠিকানার আধার কার্ড,ড্রাইভিং লাইসেন্, মোবাইলে ৩৫টি সিম, ল্যাপটপ, ডাইরি লিফলেট সহ ৭০ ধরনের জিনিসপত্র পাওয়া গেছে। এনআইএ তদন্তকারী অধিকারী ও রাজ্য প্রশাসন তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা। অন্য কোন সংগঠনের সঙ্গে যোগ আছে কিনা বা এই রাজ্যে কোন জঙ্গি লুকিয়ে আছে কিনা তার সন্ধান চালাচ্ছে।