Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটলো মেচগ্ৰামে।

রবিবার বাংলা নববর্ষের দিন দুপুরে পাউর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মেচগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আতংক ছড়ালো।দুপুরে ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন।

সূত্রের খবর মেচগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সাব স্টেশনের ওদূরে মাঠের মধ্যে আগুন দেখতে পান ওপারেটররা। কাছেই ছিল ১১ হাজার ভোল্টের তার, মাঠের মধ্যে আগুনের ফুলকি দেখে, বালতি হাতে
জল নিয়ে আগুন নেভাতে শুরু করে দপ্তরের কর্মীরা।

মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে মেছোগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই স্টেশন চত্বরে, খবর দেওয়া হয় পাঁশকুড়া দমকল বিভাগে, পাঁশকুড়া দমকল দপ্তরের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মেচগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সাব স্টেশন।

তবে সেই আগুনের আঁচ গিয়ে পড়ে, পাওয়ার সাপ্লাই স্টেশন চত্বরের পাশেই থাকা কাঠ’ মিলে।ওই আগুন কাঠ মিলের সামনে রাখা শুকনো কাঠে আগুন লেগে যায়। দমকল বিভাগের অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েক হাজার টাকার ক্ষতি হয় কাঠ মিলের এমনটাই জানান ওই কাঠ মিলের কর্মকর্তারা।

এদিন পাঁশকুড়া দমকল বিভাগের আধিকারিক কার্তিক পটনায়ক বলেন, কিভাবে আগুন লেগেছে তা বোঝা যায়নি, দমকলের গাড়ি দ্রুত পৌঁছানোর ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read