Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি শহর জুড়ে রামনবমী ঘিরে উন্মাদনা ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রামনবমীর ধর্মীয় উন্মাদনায় মাতলো কাঁথি বাসী।আজ বুধবার সকাল থেকে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত রামলালার পূজা হোম ইত্যাদির মাধ্যমে সাড়ম্বরে রামনবমী পালিত হল। এই উপলক্ষে কাঁথি শহরে কাঁথি প্রভাত কুমার কলেজ সংলগ্ন মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যালানপাড়ের ভবতারনী মায়ের মন্দির হয়ে রাজাবাজার থেকে পোস্ট অফিস মোড় ও চৌরঙ্গী হয়ে মেছোদা বাইপাসে গিয়ে মিলিত হয়। এই বর্ণ ময় বর্ণাঢ্য শোভাযাত্রায় রামের, লক্ষণ, সীতার জীবন্ত মূর্তি,ছৌ নিত্য, ধামসা, মাদল, ব্যান্ড,খোল করতাল সহ নানা উপকরণে সজ্জিত শোভাযাত্রা শহর পরিক্রমা করে।

শোভাযাত্রা থেকে রামের জয়ধ্বনি দেয় ভক্তবৃন্দ। শহরের শোভাযাত্রাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। যাতে কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় তার জন্য পুলিশ ছিল সজাগ। যদিও এই শোভাযাত্রা আদালতের নির্দেশিকা মানেনি বলে অভিযোগ থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক অরূপ কুমার দাস প্রমূখ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক সুমিতা সিনহা,প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি, সৌমেন্দু অধিকারী, অরূপ কুমার দাস,কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক ডঃচন্দ্রশেখর মন্ডল, ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র, নবীন প্রধান সহ বহু নেতা-নেত্রী। একইভাবে সকালে দীঘা পর্যটন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রার্থী সৌমেন্দু অধিকারী, বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, সহ স্থানীয় বহু বিজেপি নেতৃত্ব। একইভাবে রামনগর বাজারেও এই শোভাযাত্রা রামনগর বাজার পরিক্রমা করে। শোভাযাত্রা থেকে এলাকাবাসীকে রামনবমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কাঁথি শহরে অন্য ভোগ বিতরণ করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read