জীবনসঙ্গী খুঁজতে গিয়ে প্রতারিত হলেন এক তরুণী চিকিৎস্যক। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার এই তরুণী ৪৫ হাজার টাকা খোয়ালেন প্রতারক হবু বরের খপ্পরে পড়ে ! জানা গেছে অনলাইন ম্যাট্রিমনি সাইটে জীবনসঙ্গী খুঁজতে গিয়েই এই প্রতারণার শিকার হয়েছে তরুণী।
জানা গিয়েছে, সুতাহাটার দোরো কাশীপুর এলাকার বাসিন্দা ওই তরুণী কর্মসূত্রে অন্যত্র থাকেন। ভারত ম্যাট্রিমনিয়ালের মাধ্যমে বিকাশ কুমার নামে এক ব্যক্তির সাথে এই তরুণীর কিছুদিন আগে আলাপ হয়। বিকাশ নিজেকে পাইলট বলে দাবি করে এবং ফ্রান্সের নাগরিকত্ব নিয়েছে বলে জানায়।দুই জনের মধ্যে প্রায় প্রতিদিন ফোনালাপ চলতো।
আরো জানা গেছে এই চিকিৎস্যক তরুনীকে বিকাশ জানায় তার পরিবারের সাথে কথা বলতে সে ফ্রান্স থেকে ভারতে আসছে ।কয়েকদিন আগে বিকাশ প্রতারিত তরুণীকে হঠাৎ ফোন করেন।বলে সে দিল্লি এয়ারপোর্টে নেমেছে ।এবং কোনও একটি কারণে এয়ারপোর্ট অথরিটি বিকাশকে ফাইন করেছে ।তাই হবু বউ এই তরুনী চিকিৎস্যককে ৪৫ হাজার ৫০০ টাকা চেয়ে পাঠায়। তরুণী মিনিট কুড়ির মধ্যে টাকা পাঠিয়ে দেন।
এর প্রায় ঘন্টাখানেক পরে ফের তরুণীকে ফোন করে বিকাশ।এবার২লক্ষ ৭৫ হাজার টাকা তরুনীর হবু বর বিকাশ। তরুণীর ওই ঘটনায় সন্দেহ হতেই বিকাশকে বিভিন্ন আইডি প্রুফ চেয়ে পাঠান। তারপর থেকে বিকাশ কোনও সাড়াশব্দ না করায় তরুণী বুঝতে পারেন, তিনি প্রতারণার খপ্পরে পড়েছেন। পরে টাকা চেয়ে ফোন করতে গিয়ে দেখেন বিকাশের নম্বর থেকে তাঁকে ব্লক করে দেওয়া হয়েছে। পুলিস ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।