কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উত্তম বারিক এর জয়কে সুনিশ্চিত করতে কাঁথি শহরে তৃণমূলের বর্ধিত সভা হল কাঁথির বীরেন্দ্র স্মৃতিসৌধে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পন্ডা,রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, মহিলা তৃণমূলের সভাপতি রিজিয়া বিবি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান,প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর,কাঁথি শহর তৃণমূলের সভাপতি হরিসাধন দাস অধিকারী,আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক আমিন সোহেল, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক,জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ তমালতুরু দাস মহাপাত্র, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মধ্যক্ষ তরুণ কুমার জানা, জেলা পরিষদের দলনেতা মৃণাল কান্তি দাস, কাঁথি পুরসভার উপ- পুর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য, কাঁথি জেলার সংখ্যাল উপসেলের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। এই বর্ধিত সভায় যোগদান করেন বারোটি ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি,পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চল সভাপতি সহ গণসংগঠনগুলির নেতৃত্ব। এই সভায় কর্মীদের মনোবল বাড়িয়ে চাঙ্গা করার লক্ষ্যই ছিল মূল উদ্দেশ্য।
আগামী দিনে লোকসভা নির্বাচনী লড়াইয়ে জয় সুনিশ্চিত করতে জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরার জন্য কর্মীদের বলা হয়।পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা এবং জনবিরোধী নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে অনুরোধ করা হয় কর্মীদের।