Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের কক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রবিবার দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ,ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত যৌথ উদোগে এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর, হলদিয়া পরিচালনায় ও অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাঁথি 3 ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের কক্ষে চক্ষু ও ছানী পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, এই পরীক্ষা শিবিরে ভাজাচাউলি, লাউ দা, কুমীরদা,দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে 174 জন চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে 53 জন রোগী ছানী কেশ ধরা পড়ে। যাদের ছানী ধরা পড়েছে তাদের চৈতন্যপুরে গিয়ে বিনামূল্যে ছানী অপারেশন হবে। অভিজ্ঞ চিকিৎসা মন্ডলীর পক্ষে ছিলেন নিতানন্দ প্রামাণিক, পৌলমী সামন্ত, শামসুন্দর দাস,মিশনের পক্ষে ছিলেন দিলীপ প্রামানিক, মলয়কুমার দাস।

কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি, কমল মাইতি, মদন বেরা,ও কমীবৃন্দ । সম্পদ ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি, উপপ্রধান স্বপন কুমার বাগ,প্রাপ্তন উপপ্রধান নীলকমল মাইতি, পঞ্চায়েত সদস্য বিভাস বেজ, উজ্জ্বল প্রধান, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি বলেন কাজলা জনকল্যাণ সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে _ এই শিবিরটি করার জন্য পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম থেকে রোগীর উপকৃত হয়েছেন এবং পরবতীদিনে পুনরায় এই শিবির করার অঙ্গীকার করেন। তিনি কাজলা জনকল্যাণ সমিতি ও চৈতন্যপুর মিশন আশ্রম কে ধন্যবাদ জানান। চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠ ভাবে পরিচালনা জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read