কাঁথির অনিতা লজে দক্ষিণ কাঁথি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন মন্ত্রী জ্যোর্তিময় কর। সভায় বক্তব্য রাখেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক,এই লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়,কারামন্ত্রী অখিল গিরি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি,ভাইস চেয়ারম্যান ড.নিরঞ্জন মান্না, জেলা কর্মাধ্যক্ষ তরুণ জানা, জেলা কর্মাধ্যক্ষ ও সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেক আনোয়ার উদ্দিন, হাবিবুর রহমান,আমিন সোহেল, হরি সাধন দাস অধিকারী, মধুরিমা মন্ডল,সুনীত পট্টনায়ক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের সভাপতি গণ, কাঁথি পৌরসভার কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি গণ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিককে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।