বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া গ্রামে মঙ্গলবার সকালে। ওই গ্রামের বাসিন্দা ও সিভিক ভলেন্টিয়ার তারকনাথ মাইতি (২৬)নিজের ফিসারীতে গিয়েছিল। অনুমান সেখানে কোন মোটর চালাতে গিয়ে তিনিনবিদ্যুৎপৃষ্ট হন। পার্শ্ববর্তী ফিশারীর লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বসন্তিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
সেখানে চিকিৎসাক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সূত্রের খবর তারকনাথ কাঁথি থানাতে কাজ করতো। সেই কারণে তার মৃতদেহ কাঁথি থানায় এনে শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৭১