মেচেদা আর আই অফিসের বারান্দায় থেকে মৃতদেহ উদ্ধারকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা আর আই অফিসের বারান্দায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃত যুবক শাস্তিপুর-১ অঞ্চলের মক্তব এলাকার,নাম মোস্তাক আলী (৩৩)। দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো এই যুবক। সেখানে কাজ না থাকায় গ্রামের বাড়িতে এসে ছিল। তার বাবা আব্দুল রহিম জানায় ছেলে হতাশা গ্রস্ত হয়ে বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে পড়েছিল। মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
মেচেদায় মদ জুয়া সাট্টা, লটারী, ব্রাউন সুগারের সহ সমস্ত ধরনের অবৈধ কারবার ও দুষ্কৃতিদের দৌরাত্ম বন্ধে এস ইউ সি আই পুলিশের কাছে ডেপুটেশান দেয়। নেতৃত্বে নারায়নচন্দ্র নায়ক, সুব্রত দাস, হেয়াতুল্লা হোসেন, কালিশঙ্কর পাত্র প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৯৮