কলকাতা হাইকোর্টে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলার রায় পরবর্তী পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষা স্বার্থে গুচ্ছ দাবিতে ডেপুটেশন দেয় নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। বুধবার সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা ও কাঁথি অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দেন পূর্ব মেদিনীপুর জেলা শাখা ও কাঁথি এগরা ইউনিট। তাদের দাবি ২০১৬ সালের প্যানেলে যে সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মী আছেন তাদের সম্মানের সঙ্গে পুনর্বহাল ও নীরবচ্ছিন্ন কার্যকালের দ্রুত ব্যবস্থা করা। দ্রুততার সাথে অযোগ্য শিক্ষক-শিক্ষা কর্মীদের চিহ্নিত করে যোগ্যদের পুন:বহালের ব্যবস্থা করা। দীর্ঘদিন রাস্তায় বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করা। শিক্ষক-শিক্ষা কর্মী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
অবিলম্বে বিদ্যালয় ও মাদ্রাসাগুলিতে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ করতে হবে। সংগঠনের জেলা সভাপতি অসীম কুমার মাইতি জানান গতকাল হলদিয়া মহকুমায় অতিরিক্ত বিদ্যালয়ে পরিদর্শক এর কাছে আজকে জেলা শহরসহ কাঁথিতে একই দাবিতে ডেপুটেশন দেওয়া হয় নেতৃত্বে তার সঙ্গে ছিলেন জেলা কমিটির কোষাধ্যক্ষ দীপক প্রধান, সুশান্ত ঘোষ প্রমুখ।