পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের রামনগর জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এবং মেধা অভীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্র সম্পাদক ড.শুভ্রাশু শেখর সামন্ত। চারাগাছে জল ঢেলে এদিনের কর্মসূচির সূচনা করে সংগঠনের জেলা সম্পাদক ড.সুধাপদ বসু। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলনের বর্ষীয়ান নেতৃত্ব নন্দদুলাল ভট্টাচার্য,সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব কার্তিক চক্রবর্তী,সুষমা প্রধান প্রমুখ। এছাড়াও এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহাশিস চৌধুরী, গৌতম বসু, নরসিংহ দাস প্রমুখ।
বিজ্ঞান মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন শান্তনু সিনহা,সরোজ মান্না,মিলন বটব্যাল,পার্থ দাস প্রমুখ। পুরস্কার বিতরণী সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্র সভাপতি সুদীপ কুমার খাঁড়া। সফল ছাত্র-ছাত্রীদের হাতে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ‘তারানন্দ চক্রবর্তী স্মৃতি পুরস্কার’ ও মানপত্র তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে এবং বিভিন্ন বিভাগ দ্বিতীয় থেকে দশম শ্রেণীর পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।