তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মারধরের ঘটনায় আহত ডাক্তারদের দেখতে গেলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। অভিযোগ ২ এপ্রিল রাত্রিতে এক রোগী মৃত্যুকে ঘিরে তান্ডব চালায় রোগীর পরিবারের লোকেরা। তাতে ডাক্তারদের ধরে মারধর করে বলে অভিযোগ। মারের চোটে দুই কর্মরত ডাক্তার গুরুতর যখন হয়।
তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিসিতে ভর্তি রেখে চিকিৎসা চলছে। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সন্ধ্যায় আহত চিকিৎসকদের সঙ্গে দেখা করলেন অভিজিৎ গাঙ্গুলী। তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
Author: ekhansangbad
Post Views: ৬৪