পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রবিবার সকালে ভোট প্রচারে সারলেন কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকায় ।
তবে সকাল থেকে এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে।অভিযোগ দেবাংশুর সমর্থনে বিভিন্ন এলাকায় লাগানো ব্যানার-পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা।সকালে বিষয়টা নজরে আসে।
এদিন প্রথমে গোবর্ধনপুর থেকে পুলশিটা পর্যন্ত সুসজ্জিত টোটো র্যালি করা হয়। এদিন পয়াগ গ্রামে শিব শীলতা মন্দিরে পুজো দেন।করেন গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ।
জানা গেছে সন্ধ্যা পর্যন্ত এই ব্লকের বিভিন্ন এলাকায় রয়েছে দেবাংশু ভট্টাচার্যের একাধিক দলীয় কর্মসূচী।
দেবাংশু ভট্টাচার্য বলেন ব্যানার-পোস্টার ছিঁড়ে কোন লাভ হবেনা।বিরোধীরা মুলত বিজেপির কিছু লোক এই সব করছে।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদ আর রাজ্য সরকারের উন্নয়ন তাঁকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।