Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত রঘুসরদারবাড় জলপাই সাগর সৈকত শিক্ষা সহায়িকা কেন্দ্র হল বুধবার গঙ্গা মন্দিরের মাঠ প্রাঙ্গণে। এদিন প্রদীপ প্রজ্জ্বলন  এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের  সূচনা হয়। উপস্থিত বিশিষ্টজন রবীন্দ্র আলোচনার করেন।  পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। উপস্থিত শিশুরা মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান শুরুর আগে এলাকার বিশিষ্ট মানুষজনদের চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয়।

ছাত্র-ছাত্রীদের এবং দর্শকদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। সব মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল জানার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষার জন্য উদ্বুদ্ধ করা হয়। শুধু ছাত্র-ছাত্রী নয় পাশাপাশি এলাকার মানুষদেরও পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। এদিন ছাত্র-ছাত্রীদের আঁকা রবীন্দ্রনাথের ছবির গ্যালারি প্রকাশ করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read