কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত রঘুসরদারবাড় জলপাই সাগর সৈকত শিক্ষা সহায়িকা কেন্দ্র হল বুধবার গঙ্গা মন্দিরের মাঠ প্রাঙ্গণে। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত বিশিষ্টজন রবীন্দ্র আলোচনার করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। উপস্থিত শিশুরা মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান শুরুর আগে এলাকার বিশিষ্ট মানুষজনদের চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ছাত্র-ছাত্রীদের এবং দর্শকদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। সব মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল জানার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষার জন্য উদ্বুদ্ধ করা হয়। শুধু ছাত্র-ছাত্রী নয় পাশাপাশি এলাকার মানুষদেরও পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। এদিন ছাত্র-ছাত্রীদের আঁকা রবীন্দ্রনাথের ছবির গ্যালারি প্রকাশ করা হয়।