মেষ: সন্তানের উচ্চশিক্ষায় ভালো ফল হতে পারে। দিনের শেষে আর্থিক লাভ। নতুন অংশীদারকে ব্যবসায় যোগ করানোর আগে সব দিক বিবেচনা করুন। কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। গান শুনুন বা বই পড়ুন। এতে মন হালকা থাকবে।
বৃষ: পারিবারিক জীবনের অশান্তি কেটে যেতে পারে।ব্যবসায় উন্নতি হবে তবে বাকি অংশীদার বা সহকারীদের সাথে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে তার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণে যাওয়ার আগে জায়গার অবস্থা সম্পর্কে খোঁজ নিন।
মিথুন: পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। আপনার শরীর ভালো না থাকার সম্ভাবনা রয়েছে। পরিবারের মানুষদের ইচ্ছাগুলিকে গুরুত্ব দিন। যাদের সাথে আপনার বনে না তাদের থেকে দূরে থাকাই ভালো।
কর্কট: আর্থিক বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে। কোনও ঐতিহাসিক স্থানে যাওয়া হতে পারে। পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সময় কাটবে। নতুন প্রকল্পে লগ্নি না করাই ভালো। যে কাজে আপনি নিযুক্ত আছেন সেই কাজ গুরুত্বের সাথে সম্পন্ন করুন।
সিংহ: ব্যবসায়িক ক্ষেত্রেও বিনিয়োগের সমস্যা আসতে পারে। বাচ্চাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যেতে পারেন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে। আজ আর্থিক লাভ হবে।
কন্যা: বড় সাফল্যের জন্য ব্যক্তিগত জীবনে কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। পরিবারে আজ ভাগ্য আপনার পক্ষে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, তাদের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ আসতে পারে। ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রফেশনাল গাইডেন্স নিলে ফল ভালো হবে।
তুলা: আপনার দয়ালু স্বভাবের জন্য ভালোবাসা পেতে পারেন আজ। কাজের জায়গায় এই জন্যই জেলাসি বা ব্যাক বাইটিং এর হাত থেকে বাঁচবেন। কিন্তু অন্যমনস্ক হলে মুশকিলে পড়বেন। ইন-ল’স দের কেউ খারাপ ব্যবহার করতে পারে। কিন্তু তা আপনাকে বিচলিত করতে পারবে না। ফ্যামিলি লাইফে অন্য কারও হস্তক্ষেপ এড়িয়ে চলুন।
বৃশ্চিক: আজ ডেটিং-এ যেতে পারেন। ঘড়ি ধরে কাজ আপনাকে ক্লান্ত করতে পারে। পারলে একটু রিল্যাক্স করুন। বাড়ির ক্ষেত্রে একা কোনও ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে যাবেন না। সবার মতামত নিলে ভাল হবে।
ধনু: ফিজিকালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। পুরনো কষ্টকর দিনের চিন্তা করে মন ভারী করবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দিন শুভ। নতুন কোনও স্কিল শেখার চেষ্টা করুন। এই স্কিল কাজের ক্ষেত্রে আপনাকে এগিয়ে থাকতে সাহায্য করবে।
মকর: আজ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। বাড়ির কাজ ক্লান্তিকর মনে হতে পারে। প্রেমের সঠিক অর্থ বুঝতে পারবেন আজ। স্পিরিচুয়ালিটি জীবনে এগোতে সাহায্য করবে। কাজের জায়গায় কিছুটা হাঁফ ছাড়ার সময় পেতে পারেন।
কুম্ভ: শরীরের যত্ন নিন। ডাক্তারের পরামর্শ অবহেলা করলে বিপদে পড়বেন। কাজের জায়গায় নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। হঠাৎ রাগের প্রকাশ এতদিনের সব ভালো প্রচেষ্টা নষ্ট করে দিতে পারে। সতর্ক থাকুন।
মীন: আজ কাউকে আঘাত দিয়ে কিছু বললে নিজেকেই বিপদে পড়তে হবে। ইনভেস্টমেন্ট বা টাকা পয়সার বিষয়ে সতর্কতা দরকার। কাজের জায়গায় ভেবেচিন্তে কথা বলুন। প্রয়োজনে চুপ থাকুন। কাজে মন দিন। ফ্যামিলি লাইফ ভালো থাকবে।