প্রদীপ কুমার সিংহ :- যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ মঙ্গলবার বিকালে সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা বর্ণাঢ্য মহা মিছিল করে। এই মিছিলে অংশগ্রহণ করেছিল পশ্চিমবাংলা বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরদার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী ও কয়েকশ তৃণমূল কর্মী।
এই মহা মিছিল দেখার জন্য রাস্তার দু’ধারে অগণিত মানুষ দাঁড়িয়ে ছিল অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ কে দেখার জন্য।
তবে এই মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। রাস্তার দু’ধারে বাড়ি অনেক মানুষ দাঁড়িয়ে ছিল তাদেরকেও প্রার্থী হাতজোড় করে ভোট প্রার্থনা করে। যদিও সায়নী ঘোষ ছিলেন হুট খোলা জিপে প্রায় ৪ কিলোমিটার রাস্তা জুড়ে এই মিছিল হয়। যদিও বিদ্যুৎপন্থী অরূপ বিশ্বাস সাংবাদিকদের সামনে কোন কথা বলতে চাননি।