আবার দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমন করলেন তমলুকের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর।
হলদিয়ার চৈতন্যপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ গাঙুলী বলেন ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল।মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এই ধরনের মন্তব্যের জেরে এলাকার সাধারন মানুষদের পাশাপাশি বিজেপির শিক্ষিত মহলেও এই নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
হলদিয়ার চৈতন্যপুরে একটি জনসভায় অভিজিৎ বলেন ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল!মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও! তোমার হাতে তো ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লক্ষ টাকা খুঁজে দেয়, দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষই থাকে না সেই রেশন। তো তোমার রেট ১০ লক্ষ টাকা কেন! তুমি কেয়া সেটকে দিয়ে মুখে পুলটিস কর বলে? সেইজন্যে! মেকআপ করো! মেকআপ করে বেরোও, সেইজন্যে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়।আমাদের প্রার্থী। মমতা ব্যানার্জির মত সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। সেজন্য রেখা পাত্রকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা আরেকজন মহিলা সম্পর্কে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতে পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো ?আমার মনে প্রশ্ন জাগে মাঝে মধ্যে ।

