Select Language

[gtranslate]
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইরাল অডিয়ো নিয়ে মুখ খুললেন দেব, আইনি পদক্ষেপ নিলেন প্রার্থী

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় নিজের ভোট প্রচারে বেরিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক (দেব) অধিকারী বলেন ভাইরাল অডিও নিয়ে এফআইআর করছি।।এর পেছনের দোষীদের এবার শাস্তি দেওয়ার সময় হয়েছে।

ঘাটালে দু’জনই তারকা প্রার্থী। একদিকে তৃনমূলের  দেব, একদিকে বিজেপির হিরণ। হিরণ একটি অডিয়ো প্রকাশ্যে এনেছেন। বিজেপি প্রার্থীর দাবি সেই অডিয়োতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত বক্তব্য আছে দেবের। সেই অডিয়ো নিয়ে তিনি আইনি পথ নিলেন বলে জানিয়েছেন দেব ।



তিনি বলেন ভাইরাল অডিও যে ভাইরাল করেছে আমি আজকেই এফআইআর করছি। রাজনীতিতে এমন হয়ে গিয়েছে কুটু কথা বিজেপির ট্রেডিশনাল হয়ে গিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন আমার মনে হচ্ছে অনেকটাই সহ্য করেছি,আর নয়।আজকেই এফআইআর করছি।যারা যারা এর পেছনে আছে তাদের শাস্তি পাওয়া উচিৎ।

দেব বলেন কাল বাড়ি ফেরার পর শুনছিলাম হিরন বলছে আমি ভয় পাচ্ছি কেন ? আমি বলছি শুধু সিবি আই কেন ? পুলিশ-ইডি-সিবিআই- এফবিআই মত সারা পৃথিবীতে যত যত তদন্তকারী সংস্থা আছে লাগিয়ে দিক।হিরণ বাবু ও তার সাঙ্গপাঙ্গ যারা এই ভোট জেতার রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা গ্রহন করা দরকার।ভোটে জেতার জন্যে এরা এতোটা নীচে নেমে যাচ্ছে যে,রাজনীতি নয় দেশ পিছনে চলে যাচ্ছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read