পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে শেষ রবিবাসরীয় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।তমলুক লোকসভা নির্বাচনের তারিখ ২৫ মে।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের জোর বেড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আজ শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
তৃনমূল প্রার্থীকে প্রচারে হাতের কাছে পেয়ে কোথাও রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছেন, কোথাও আবার ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান সাধারণ মানুষজনেরা।
তীব্র দাবদায়ের কারণে প্রচারের মাঝেই গ্লুকোজ জল খেয়ে শরীরের তৃষ্ণা নিবারণ করছেন প্রার্থী। শেষ রবিবার সবকিছু মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়কে জোর কদমে প্রচারের কাজে লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
Author: ekhansangbad
Post Views: ৫৭