রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের
আড়গোয়ালে পদযাত্রা করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিক।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেস এর আয়োজনে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এর সমর্থনে মিছিল ও প্রথসভা হয় । এই প্রথসভায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী অংশগ্রহন করেন।সেখানেই এই এলাকার জব্দা ও সাতশতমাল এলাকার বহু বিজেপি কর্মী পদ্ম ফুল শিবির ছেড়ে জোড়াফুলের পতাকা তুলে নেন।
আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে কালির বাজার পযর্ন্ত এই মিছিল হয়। মিছিল এর পরে কালির বাজারে একটি পথসভা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রর প্রার্থী উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল এর মুখপাত্র অপরেশ সাঁতরা,
আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান সেক মালেক আলী, জেলা পরিসদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামি প্রমুখ।
স্থানীয় তৃনমূল নেতারা বলছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিংদায় সভার পরেই পটাশপুরে বিজেপিতে ভাঙ্গন ধরা শুরু হয়েছে,রবিবার কিছুজন দলত্যাগ করে তৃনমূলে যোগ দেওয়ার ঘটনা তার প্রমান।