Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনন্দ সি বোসকে নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

আজকের রাজ্যপালের কথা বলব না, রাজ্য আছে, পালের গোদাটা হারিয়ে গিয়েছে।সোমবার পাঁশকুড়ায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে প্রচার সভা থেকে এই ভাবেই আনন্দ সি বোসকে নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান রাজ্যপালকে কটাক্ষ করলেও প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর ভূয়ষী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনের প্রসঙ্গ টেনে মিখ্যমন্ত্রী বলেন সেই সময় বার বার আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। কোলাঘাটে রাত ২টো পর্যন্ত দাঁড়িয়ে। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ।এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে ছিল, আমার গাড়ি ঘিরে, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি, আমার উপর অত্যাচার করা হয়। আমি চিরদিন কৃতজ্ঞ থাকব একটি মানুষের কাছে। মানুষটি হলেন গোপালকৃষ্ণ গান্ধী। তিনি এক জন বিশিষ্ট মানুষ।

বলেন,আমি বলব সেদিনের কথা। গোপালকৃষ্ণ গান্ধী এক জন বিরোধী দলের নেতাকে দিয়ে আমাকে বার্তা দেন। বললেন, রাতটা সরে যাও। নয়তো যে কোনও সময় তোমাকে পেট্রোল বোমা মেরে ওরা মেরে ফেলবে। কারণ, পুলিশ কিছু করতে পারবে না। সিপিএম যা বলে, পুলিশ তা-ই করে। এখন অনেক ভাল আছো তোমরা। পুলিশকে গাল দাও। পুলিশই রক্ষা করে।

মুখ্যমন্ত্রী বলেন আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। কিন্তু নন্দীগ্রামের শহিদের মা। তাই শহিদের মা হিসাবে শহিদ সম্মান দেওয়ার জন্য পাশকুড়ার মানুষ ওঁর নাম প্রস্তাব করেছে। তাই তিনি জিতেছেন। তিনি হয়তো সব সময় আসতে পারেন না। বয়সের ভারে। কিন্তু আমরা ওঁকে শহিদের মা হিসাবে সম্মান করি।

দেবকে বলব, যেমন ঘাটালে খুব যায়, কেশপুরে যায়, এ বার থেকে দেবকে বলব ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।

মুখ্যমন্ত্রী বলেন এটা দিল্লির ভোট। আমরা চাই, আপনাদের একটা ভোটে আমাদের একটা সাংসদ জিতুক। দিল্লীতে বিরোধী জোটে তৃনমূলের থাকার প্রসঙ্গ টেনে জানিয়েছেন একটা একটা যদি সব সাংসদকে জেতাতে পারি, তা হলে দিল্লিতে ইন্ডিয়া জোট যে সরকার গড়বে, আমরা তাদের সাহায্য করব।

মোদীবাবুদের কোনও গ্যারান্টি নেই। এক বার বলল ১৫ লক্ষ টাকা দেবে। এক পয়সারও গ্যারান্টি নেই। নো গ্যারান্টি, ফোর টোয়েন্টি। এখন বলছে জল দিচ্ছি বিনা পয়সায়। আমরা দিচ্ছি। ওরা না। বিদ্যুৎ, রেশন, গ্যাস সব বলছে দিচ্ছি। কিছু দিচ্ছে না। আমরা দিচ্ছি। গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। মিথ্যাচারী, দুরাচারী। সন্দেশখালির মেয়েদের নিয়ে চক্রান্ত করল। পরের লক্ষ্য দাঙ্গা করার। বলে যাই, মনে রাখবেন, আমরা সবাই মানুষ। মানবিকতার ধর্ম, একসঙ্গে চলা। একসঙ্গে দুর্গাপুজো করব। কালীপুজো, লক্ষ্মীপুজো করব। একসঙ্গে ইদ করব। মাজের থানে যাব। একসঙ্গে সব কাজ করব।

সভায় আসা দলীয় কর্মীদের সাবধান করে বলেন আকাশের অবস্থা খুব খারাপ। বলি খেলা হবে! সভা শেষে অনুষ্ঠান করে যাই। কিন্তু আজ করছি না। যদি বজ্রপাত হয়। দেব জিতলে কথা দিচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কপ্টার দেখার জন্য দাঁড়াবেন না

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read