মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার দায়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর প্রচারে মঙ্গলবার ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন শাস্তি হবেনা সেই প্রশ্ন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
হলদিয়ায় বিজেপির এক সভায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী তাঁর ভাষনে বলেন তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! কেন তোমার দাম ১০ লক্ষ টাকা?
এখানেই থেমে না থেকে এই সভায় অভিজিৎ বলেন তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়?
দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ করা হয়েছে অভিযোগ তুলে কমিশনে অভিযোগ করে তৃনমূল।তারপরেই অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। ২০ মে, সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। তার পর মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের তরফে।
সেই সিদ্ধান্ত নিয়েই এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী।মেছেদায় সাংবাদিকিদের মুকগোমুলহি হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিজেপি মেনে নিয়েছে ।তবে মমতা ব্যানার্জি মহিষাদলে এসে কী সব বলে গিয়েছেন। তখন কি নির্বাচন কমিশন ঘুমোচ্ছিল? বাপ-বেটা, গদ্দার— কত কী বলেছেন। ওঁদের জন্য এক নিয়ম আর অভিজিৎ গাঙ্গুলির জন্য আলাদা নিয়ম?