বৃহস্পতিবার প্রচারের শেষ লগ্নে কাঁথি লোকসভা কেন্দ্রের নীলপুরে কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে “বিজয় সংকল্প সভা” অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারী।
“বিজয় সংকল্প সভা’য়” অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক উমেশ রাই, কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী,জেলা সাধারণ সম্পাদক ও চিফ ইলেকশন এজেন্ট ড. চন্দ্রশেখর মন্ডল, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা,উত্তর কাঁথি বিধানসভার কো-ইনচার্জ কণিষ্ক পন্ডা,উত্তর কাঁথি বিধানসভার কনভেনর গৌতম পয়ড়্যা,উত্তর কাঁথি বিধানসভার কো-কনভেনর পলাশ দাস, জেলা পরিষদ সদস্য ও জেলা স্পেশাল ইনভাইটি মেম্বার প্রদীপ বর,উত্তর কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল, উত্তর কাঁথি -১ মন্ডলের সভাপতি দেবদাস মাইতি, উত্তর কাঁথি -৩ মন্ডলের সভাপতি বিপুলেশ ধাড়া, উত্তর কাঁথি -৪ মন্ডলের সভাপতি অনুপ পন্ডা, দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান কামিনী খুঁটিয়া জানা ও উপ-প্রধান রাজারাম মাইতি প্রমুখ নেতৃবৃন্দ এবং অগণিত দলীয় সমর্থকগন।
তারপর ভগবানপুর বিধানসভার ভগবানপুর ২ ব্লক এলাকার অর্জুন নগরে বিজয় সংকল্প যাত্রা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।