নিয়ন্ত্রণ হারিয়ে হুড় মুড়িয়ে যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে। দুর্ঘটনাটি ঘটেছে রামনগর থানার পিছাবনীতে। স্থানীয় সূত্রে জানা গেছে দীঘা কৃষ্ণনগর গামী আরাধনা নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকানকে ভেঙ্গে ঢুকে যায়। তার আগে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাইক ভেঙ্গে গুড়িয়ে দেয়। বাইকগুলি চাকায় আটকে যাওয়ার জন্য গাড়িটি বেশি দূর এগোতে পারেনি যার কারণে প্রানহানির ঘটনা ঘটেনি। ঘটনার সময় দোকানদাররা দোকান ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই গাড়িটি দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের সাপুয়ার কাছে একটা ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ছুটি পালিয়ে যাছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকান কে ভেঙ্গে ঢুকে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলি হল নিমাই বারিক এর পান দোকান ও মুক্তিপদ মাইতির জুতো দোকান। দুটি দোকানে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বাসের মধ্যে থাকা এক যাত্রী গুরুতর যখম হয় বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসো।