পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সন্ত্রাস করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। মহিষাদলে এক তৃনমূল নেতাকে খুন করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।অপরদিকে ময়নায় এক তৃনমূল নেতাকে খুনের চেষ্টা করা হয় অভিযোগ। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
মহিষাদলের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। এখানেই শেখ মইবুল( ৪২) নামের এক তৃনমূল নেতার উপরে শুক্রবার হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুক রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয় গতরাতে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।নিজেদের গোষ্ঠী কোন্দলে ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে।এই ঘটনায় ৫ জনকে আটক করে জিঞ্জাসাবাদ করছে মহিষাদল থানা। মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানান আমরা ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে ৫ জনকে আটক করে জিঞ্জাসাবাদ চলছে।
অপরদিকে ময়নার বাকচার ইজমালিচক এলাকায় উত্তেজনা। তৃণমূল বিজেপি সংঘর্ষে অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত । তাকে লোহার রড বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে