কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের হুমকির ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় দুই ভোটারকে।
অভিযোগ পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর ১৫ নং বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে। ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা। অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি এক প্রতিবন্ধী বিজেপি সমর্থকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরে ফের শুরু হয় এই হুমকি।
Author: ekhansangbad
Post Views: ১০৬