Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছান্দসিকের কবি প্রণাম অনুষ্ঠান।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠান। মেদিনীপুর শহরের অগ্রগন্য সাংস্কৃতিক সংগঠন ছান্দসিকের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে। এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মধ্য দিয়েআলোচনা,আবৃত্তি,কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন ছান্দসিকের শিল্পীরা ও আমন্ত্রিত শিল্পীরা। আলোচনায় উঠে আসে কবি প্রণামের একাল-সেকাল সহ বিভিন্ন বিষয়। বাংলার পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও আবৃত্তি উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংস্কৃতিক জগত তথা অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন অমিয় পাল , মালবিকা পাল, লক্ষণচন্দ্র ওঝা,কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মহাপাত্র,রত্না দে, সুদীপ্তা দে, রাজশ্রী মন্ডল, জয়ন্ত মন্ডল,সুমন চ্যাটার্জী, প্রসুন দে, সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, অনামিকা তেওয়ারি,গোপা ব্যানার্জী ,তন্দ্রিমা ঘোষ, নরোত্তম দে,সুনন্দা ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ছান্দসিকের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা পার্থ সারথি পন্ডা, সভাপতি বিশ্বজিৎ কুন্ডু, সম্পাদিকা শুক্লা মুখার্জি, সদস্য জয়া মুখার্জি, মৃদুলা ভূঁইয়া,পার্থ দত্ত, অমৃতা ঘোষাল,গার্গী শাসমল, মধুছন্দা মাইতি সহ অন্যান্যর।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read