পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে পুলিশ ও ইলেকশন কমিশনের স্টিকার মারা দুটি সন্দেহভাজন গাড়ি ঘিরে উত্তেজনা ছড়াল। সকাল থেকেই কোলাঘাট কেটিপিপি হাইস্কুলে শান্তিপূর্ণভাবে চলছিল তমলুক লোকসভা ভোটের গণনা। কিন্তু ঠিক বিকেল সাড়ে তিনটার পর থেকে উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রের বাইরে। বিজেপির কর্মী সমর্থকরা একটি ইলেকশন কমিশন স্টিকার মারা ও অন্যটি পুলিশের স্টিকার মারা দুটি গাড়িকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী।
পরবর্তীতে ওই দুটির গাড়িতে থাকা লোকজনেরা কোনরকম কাগজপত্র দেখাতে পারেনি। আর তারপরে ছড়ায় উত্তেজনা। গাড়ি দুটি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা।
Author: ekhansangbad
Post Views: ২১৭