লোকসভা নির্বাচনের পর বুথ ভিত্তিক পর্যালোচনা সভা হয়। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নেগুয়া ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে এই পর্যালোচনা সভা হয়েছে। এদিন ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথের তৃণমূলের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য-সহ জনপ্রতিনিধিরা হাজির ছিলেন।
বুথ ভিত্তিক সমস্ত বিষয়ে পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ মাইতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌপ হোসেন, অর্ধেন্দু দাস মহাপাত্র, অনির্বাণ গায়েন, বীরেন মাইতি, আপ্তার খান প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৩৯