Select Language

[gtranslate]
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচ গানের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা  কাঁথিতে

পুজো অনুষ্ঠানে নাচ গানের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা ছড়ালো কাঁথি দেশপ্রাণ ব্লকের চলতি গ্রাম পঞ্চায়েতের খাগড়াবনিগ্রামে।অভিযোগ খাগড়াবনি গ্রামের গ্রাম্য মনসা পূজায় নাচ-গানের জন্য একটি ডান্স গ্রুপ কে আনা হয়। তাদের সঙ্গে কর্মকর্তাদের একাধিক কারণে বচসা শুরু হয়। উত্তেজনাবড়লে আয়োজক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ডান্স গ্রুপের লোকেদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় কর্মকর্তাদের একজন আহত হয়। বর্তমান সে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁথি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল খাগড়াবনি গ্রামের বাসিন্দা সেক করিম দপ্তরী, ভবানীপুর থানা চাউলখোলা গ্রামের বাসিন্দা সুবীর দাস, তমলুক থানার সঞ্জয় বর্মন। ধৃতদের রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত চলছে বলে কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read