ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবার ও মুকুন্দপুর ইউনাইটেড ইউথ সংঘের যৌথ উদ্যোগে দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর ভুপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। “পাশে আছি” বার্তাকে সামনে রেখে গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফেয়ার ফিল্ড এক্সলেন্স। একদিকে যেমন লিভিং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের সময় ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করে এই সংস্থার সদস্য, ঠিক তেমনি বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবিরেরও আয়োজন করে এই সংস্থা। আজকের এই শিবিরটি ছিল চলতি বছরের সপ্তম রক্তদান শিবির। শিবিরে মোট ৪৩ জন রক্তদাতা রক্ত দান করেন। কাঁথি মহকুমা ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেন।
ইউনাইটেড ইউথ সংঘের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু দেবনাথ,সুজন বেরা,সৌম্যদিপ খাটুয়া,রনি কর,বিজয় বেরা,হরি মন্ডল,শৈলেশ গিরি,শুভাশিস খাটুয়া,দেবকুমার খাটুয়া,পাপু বেরা,আদিত্য দেবনাথ প্রমুখ।ফেয়ার ফিল্ড এক্সলেন্স উপস্থিত ছিলেন সভাপতি তেহেরান সম্পাদক সনাতন জানা এফ. এফ. ই লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস, কার্যকরী কমিটির সদস্য শান্তনু বেরা,সৌরভ মন্ডল,মোস্তাক আলী খান,প্রসেনজিৎ মাইতি,আশিস বেরা প্রমুখ। এফ. এফ. ই লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস বলেন,” রক্তদান একটি মহান দান। গ্রীষ্মের তীব্র দাবদহ চলছে। আজও তাপমাত্রা ও আদ্রতা খুব বেশি ছিল। গরমকালে ক্যাম্পের সংখ্যা কম হওয়ায় সব ব্লাড ব্যাংক গুলোতেই রক্তের অভাব দেখা যাচ্ছে। রক্তের অভাব কিছুটা দূর করার উদ্দেশ্যেই আজকের এই আয়োজন।”