Select Language

[gtranslate]
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েতের ব্যবস্থার উন্নয়নে প্রশিক্ষণ শিবির

প্রদীপ কুমার সিংহ :- পঞ্চায়েতের ব্যবস্থা উন্নয়নে কাজের আরো জোয়ার আনতে প্রশিক্ষণের ব্যবস্থা হল  বারুইপুর  জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে।
নির্বাচন পর্ব মিটতেই গ্রামীণ উন্নয়নে জোর সরকারের। পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজে গতি আনতে এই পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে বারুইপুর কারিগরি ভবনে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল। পঞ্চায়েত প্রধান উপ প্রধান ও  সদস্যগন ।  ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের আরো জোয়ার আনতেই এবং সঠিকভাবে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। যারা নতুন পঞ্চায়েতের সদস্য হয়েছেন তারা পঞ্চায়েতে কাজকর্ম কিভাবে চালাবে তার প্রশিক্ষণ নেবে। পর্যবেক্ষণ করবে। সূত্রের খবর রাজ্যে মোট ২২ টি জেলার থেকে প্রতিনিধরা এখানে অংশগ্রহণ করেছে।৬ দফায় ৩৬ টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হবে।৩২২ প্রশিক্ষক এখানে প্রশিক্ষণ নেবেন। পঞ্চায়েতে আগামী দিনে যাতে ভালো কাজ হয় তার জন্য এই প্রশিক্ষণ  দেওয়া হবে।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন এখানে যারা ট্রেনিং নিতে এসেছেন তারা আগামী দিনে পঞ্চায়েতে ভালো কাজ করবে বলে আমি আশা করি। বহু নতুন পঞ্চায়েত সদস্য আছে তারা প্রশিক্ষণের মাধ্যমে গ্রামে গঞ্জে ভালো কাজ করবে। জেলাশাসক কে ধন্যবাদ তিনি আর ব্যস্ত সময়ের মধ্যে এখানে এই অনুষ্ঠানে আসার জন্য।
জেলাশাসক সুমিত গুপ্ত বলেন ১৯শে জুন থেকে এই কাজ প্রশিক্ষণ শুরু হলো। আগামী দেড় মাস ধরে এই প্রশিক্ষণ চলবে। পঞ্চায়েতে বিভিন্ন কাজ হয় রাস্তাঘাট বিভিন্ন প্রকল্পে যেসব কাজ হয় সেগুলো যাতে ভালোভাবে চলে তার জন্য এই প্রশিক্ষণ শিবির হচ্ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read