কাঁথি দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কাঁথি তিন নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতঙ্গিনী বিকাশ কেন্দ্রের শেরপুরে বীজ উৎসব অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিমল চন্দ্র শাসমল, মাতঙ্গিনী বিকাশ কেন্দ্র এর সভাপতি বৃন্দাবন শাসমল ও কাজলা জনকল্যান সমিতির সুপারভাইজার নীতিমালা পন্ডা, সুবিমল বেজ।
এলাকায় দেশীয় বীজের প্রসারের জন্য
৮৪ জন চাষী ও বাগানীকে ১৯ ধরনের বীজ বিতরণ করা হয় ও পাঞ্জাবী পালং দেওয়া হয়।
এই অনুষ্ঠানে বর্তমান চাষ ব্যবস্থায় দেশীয় বীজ এর উৎপাদন ও সংরক্ষণ কতটা জরুরি ও জলবায়ু নির্ভর তা আলোচনা করা হয়।
এই অনুষ্ঠানটি করার জন্য কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।প
Author: ekhansangbad
Post Views: ৪৬