পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশিভূষণ কলেজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরিত ন্যাক দল পরিদর্শন করে।প্রতি পাঁচ বছর অন্তর কলেজের মানোন্নয়নের মূল্যায়ন করেন এই কেন্দ্রীয় সংস্থা। কলেজে এটি তৃতীয়বার পরিদর্শন। দুই দিনের পরিদর্শনে আজ বুধবার ছিল প্রথম দিন। তিনজনের পরিদর্শক মন্ডলীতে রয়েছেন কেন্দ্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ের প্রফেসর ড ঈশ্বর ভট, স্কুল অফ অ্যালাইড হেল্থ সাইন্সে মহারাষ্ট্রের নির্দেশক ওম মহোদয়া এবং অধ্যক্ষ রমানাথন সুব্রমনিয়াল।
আজ উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত চক্রবর্তী, কলেজ অধ্যক্ষ ড দীপক কুমার তামিল, আই কিউ এসি কো অর্ডিনেটার ড আলোয় চাঁদ বিশ্বাস। আজ এই কর্মসূচির সম্পূর্ণ দিক দায়িত্ব সহকারে নজরদারি করলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি বিধায়ক তরুন কুমার মাইতি ও অন্যান্য সদস্যবৃন্দ।
Author: ekhansangbad
Post Views: ৪৩