বিদ্যুতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে আজ তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের প্রায় তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় বিজলী ভবনে ব্যপক গ্রাহক বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা নেতা নারায়ন চন্দ্র নায়ক। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ নীতি মেনে এ রাজ্যের রাজ্য সরকার স্মার্ট প্রিপেইড মিটার লাগাতে চাইছে, যে মিটার একটি স্মার্টলি পকেট কাটার যন্ত্র ছাড়া আর কিছু নয়। এরই প্রতিবাদে রাজ্যে সর্বত্র বিদ্যুৎ গ্রাহকদের সংগঠিত করে চলেছে, গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)।
তমলুক হাসপাতাল মোড় থেকে বিদ্যুৎ গ্রাহকেরা(যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে মহিলারা ছিলেন) বিজলী ভবনের স্টেশন ম্যানেজারের কাছে গণ দরখাস্ত দেওয়ার জন্য প্রতিবাদ মিছিলে সামিল হন। সংগঠনের পক্ষ থেকে প্রনব মাইতি,শ্যামল সাবুদ,সনজিত মাইতি প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধিদল স্টেশন ম্যানেজারের কাছে দাবি জানায় – গ্রাহকরা স্মার্ট প্রিপেইড মিটার চান না। ফলে তাদের অনুমতি ছাড়া কোথাও স্মার্ট মিটার লাগানো চলবে না। ৪২৫ জন বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদ পত্র জমা দেওয়া হয়। আগামী দিনে জেলা জুড়ে আরো শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৮ ই জুলাই তমলুক শহরের ব্রহ্মা বারোয়ারি হলে বিদ্যুৎ গ্রাহকদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রদীপ দাস জানান। নেতৃত্বের পক্ষ থেকে সকলকে এই সম্মেলনে অংশগ্রহণ করার আবেদন জানানো হয়।