কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনকে নিয়ে বর্ধিত সভা হল এগরায়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের নেগুয়াতে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এদিন কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে শাসকদলের প্রতিনিধিদের বিপুল ভোটে জেতানোর আহ্বান জানানো হয়েছে।
উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, দলের ব্লক সভাপতি বিজন বিহারি সাউ, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, সিদ্ধেশ্বর বেরা, অশোক দাস, গৌতম পাত্র, অর্ধেন্দু দাস মহাপাত্র, শেখ মুক্তাজল, মানসী দে, আপ্তার খান, রবীন্দ্রনাথ দাস ও গৌরিশঙ্কর মাইতি প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ১৫৯