Select Language

[gtranslate]
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোটর বাইকের শোরুম সিএম হিরোর প্রতিষ্ঠার বর্ষপূর্তি পালন।

কাঁথি শহরে ঐতিহ্যবাহী হিরো মোটর বাইকের শোরুম সিএম হিরোর প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি পালিত হল বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজ রবিবার শুভ রথযাত্রার পূণ্য তিথিতে মঙ্গলদীপ জ্বালিয়ে ও কেক কেটে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠাতা চিন্তামণি মন্ডল। এই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোপাইটার শুভজিৎ মন্ডল ও ডাঃ সৈকত মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার প্রদীপ নায়ক, এইচ আর অ্যান্ড এডমিন সমরেশ ভূঁইয়া, সার্ভিস ম্যানেজার অরূপ মন্ডল, নেটওয়ার্ক ম্যানেজার সোমনাথ নায়ক, নিমাই গিরি সহ অন্যান্য কর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন নেটওয়ার্ক বিজনেস পার্টনার এম জি অটোমোবাইল,খান মটর্স,এম এম হিরো, এ জে এস অটোমোবাইল মংলামাড়ো এবং চন্ডিপুর, এমএস অটোমোবাইল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। 

এদিনের অনুষ্ঠানে ২০১৪ সালের ৭ জুলাই উল্টো রথের দিন প্রতিষ্ঠা দিবসে ১০ জন ক্রেতাকে সম্বর্ধিত করা হয়।এদিন প্রতিষ্ঠাতা চিন্তামণি মন্ডল ও প্রোপাইটার শুভজিৎ মন্ডল এবং ডাঃ সৈকত মন্ডল ক্রেতা এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান।

আগামী ১৭ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫০০০ টাকা করে প্রতিটি বাইক ক্রয়ের উপর  বিশেষ ছাড় দেওয়া হবে। ১০০০ টাকার অ্যাসেসারি এবং লাকি ড্র এর মাধ্যমে ১০ জন ক্রেতাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে সিএম হিরো কর্তৃপক্ষ ঘোষণা করেছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read