Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলগুলোতে ট্রাফিক সচেতনতা সম্পর্কিত ক্লাস নেবে পুলিশ কর্মীরা।

এবার মাঝে মধ্যে পুলিশ আধিকারীকেরা স্কুলে স্কুলে গিয়ে  ক্লাস নেবে । ভাবছেন তো হঠাৎ কি হল শিক্ষকদের বাদ দিয়ে স্কুলে স্কুলে ক্লাস নেবে পুলিশ কর্মীরা ?                                     

আসলে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েক দিন ধরে ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা। একাধিক প্রাণহানীর ঘটনাও আকছার ঘটেছে বিভিন্ন এলাকায়। এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ-সহ  জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ট্রাফিক বিভাগ।


মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও ট্রাফিক  বিভাগের উদ্যাগে নন্দকুমার হাইরোড মোড়ে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন নন্দকুমার  মোড়ে ট্রাফিক বিভাগের পুলিশ সহ জেলার বিভিন্ন প্রান্তের সিভিক ভলেন্টিয়াররা পদযাত্রায় অংশগ্রহণ করে। এই পদযাত্রায় পা মেলান পূব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদ্বিপ ভট্টাচার্য- সহ জেলার একাধিক পুলিশ আধিকারিকবৃন্দ।

সুদৃশ্য টেবলো ব্যান্ড পার্টি সহ পদযাত্রা পাশাপাশি পথ চলতি মানুষ এবং গাড়ি চালকদের করা হয় সচেতনতা। কিন্তু দুর্ঘটনায এড়াতে এই সচেতনতামূলক প্রচার কর্মসূচি। এই অনুষ্টান মঞ্চ থেকে জেলার সিভিক ভলেন্টিয়ারদের ছাতা, হেলমেট, জ্যাকেট, পুলিশ লাইট সহ একাধিক সরঞ্জাম তুলে দেন পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিক বৃন্দ।

জেলা পুলিশ সুপার জানান, এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন প্রান্তে স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা নিয়ে  ক্লাসে পড়াবেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে  জানানো হয় এই রকম কর্মসূচি বেশ কিছুদিন ধরে গোটা পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে লাগাতার চলবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read