অবৈধভাবে বাজি তৈরির অভিযোগে গ্রেফতার হলো এক গৃহবধূ। ধৃত গৃহবধূ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার রাধাপুর গ্রামের বাসিন্দা মিতা বেরা কে আজ মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগ রাধাপুরে অবৈধভাবে রম রমিয়ে বাজি তৈরি করতো এই পরিবার।
গোপনে খবর পেয়ে রামনগর থানার পুলিশ সোমবার রাধাপুর গ্রামে হানা দেয়।মিতা বেরা কে গ্রেফতার করে এবং কিছু বাজি তৈরর মশলা ও তৈরি বাজি বাজেয়াপ্ত করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা ও এগরা থান খসদিকুলে বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনার পর জেলা পুলিশ নড়েচড়ে বসে। সেই কারণে এই অবৈধ বাজি তৈরি বন্ধের জন্য সব সময় সচেষ্ট থাকে।
Author: ekhansangbad
Post Views: ৫৬