শিশুদের সৃজনশীল গুণাবলীর বিকাশ ঘটাতে কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত দক্ষিণ সরদা সারদাময়ী শিশু শিক্ষা নিকেতনে রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার। নানান বাতিল জিনিস ও রং কাগজ দিয়ে সুন্দর সুন্দর রথ বানায় শিশুরা । রথ প্রতিযোগিতা ঘিরে শিশু ও অভিভাবক অভিভাবিকা দের সম্মিলনীতে উৎসবের চেহারা নেয়।৮০ জন ছাত্রছাত্রী রথ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে ১০ জন স্থানাধিকারী ছাড়াও সকলকে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন কমিটির পক্ষে সন্ধ্যা সাউ, ফনীভূষণ দাস, অসিত কুমার জানা, প্রধান শিক্ষক গোপাল আচার্য, সহ শিক্ষক বাসুদেব দাশ, কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে বিবেকানন্দ সাউ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিত মাইতি।সকলকে ধন্যবাদ জানান কমিটির সম্পাদক অশোক খুঁটিয়া।
Author: ekhansangbad
Post Views: ১২১