পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীন একটি এডুকেশন হাব গড়ে তোলার জন্য জেলা সভাধিপতি উত্তম বারিক বৈঠক করলেন দিঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী নিত্যবোধানন্দজী মহারাজের সাথে ।এই বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ মানব পড়ুয়া,মৎস্যজীবী নেতা লক্ষীনারায়ণ জানা সহ অন্যান্য বিশিষ্ট মানুষজনেরা।
সূত্রের খবর গত ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিঘায় এসে দিঘা রামকৃষ্ণ মঠ মিশনকে বিদ্যালয় কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন কেটে গেলেও রামকৃষ্ণ মিশন প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্যে প্রয়োজনীয় জমি পায়নি।মাঝে করোনা মহামারী একটি বাধা ছিল। সেই সমস্যা সমাধানের জিন্যে আজ শনিবার দিঘা রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক ।
উত্তমবাবু মহারাজকে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীন এডুকেশন হাব গড়ে তোলার জন্য সমস্ত ধরনের সহযোগিতা করবেন। ২১ জুলাই এর পর মুখ্যমন্ত্রীর নজরে আনবেন এই বিষয়টি। তিনি বলেন জায়গা দেওয়ার দায়িত্ব জেলা পরিষদ এবং দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের। এডুকেশন হাব গড়ে তোলার দায়িত্ব নিতে হবে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষকে।
জানিয়েছেন এখানে বিদ্যালয় কলেজ এবং মহিলা কলেজ গড়ে উঠলে এলাকাবাসীর অভূতপূর্ব সুবিধা হবে। সেই কারণে তিনি সব রকম প্রশাসনিক সহযোগিতা করবেন।