ফের দীঘা মোহনায় এল তেলিয়া ভোলা মাছ। যার ওজন ২০০ কেজি। বিক্রি হলো ১১ হাজার টাকা প্রতি কেজি।
আড়াই লক্ষ টাকায় বিক্রি হলো এই মাছটি।উড়িষ্যার একটি ট্রলারে মৎস্য শিকারের সময় ধরা পড়ে। দীঘা মোহনায় দেবেন বাবুর মাছের আড়তে বিক্রি হয়। মাছটি কেনেন কলকাতার একটি কোম্পানি।
Author: ekhansangbad
Post Views: ১৮৫