Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলার ২৪৮ জন প্রশিক্ষণ বিহীন শিক্ষককের  প্রশিক্ষণের দাবিতে  ডেপুটেশন


দীর্ঘ কয়েক বছর ধরে আনফ্রেন্ড শিক্ষকদের ট্রেনিং না দেওয়ার ফলে শিক্ষকরা যেমন আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি ছাত্র-ছাত্রীরা উন্নতমানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আনফ্রেন্ড শিক্ষকদের ট্রেনিং এর দাবি বারে বারে জানানো হলোও বিষয়টি কোন আমল দেওয়া হয়নি, এমনকি গত বছর রাজ্য শিক্ষা দপ্তরে এই বিষয়ে শিক্ষকদের সমস্ত তথ্য সংগ্রহ করলেও ট্রেনিং এর ব্যবস্থা করা হয়নি।



এই পরিস্থিতিতে শিক্ষকগণ আদালতে দ্বারস্ত হলে গত ২০  জুন  কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ২ জুলাই  ট্রেনিং সংক্রান্ত নির্দেশিকা জেলায় জেলায় এসেছে। কিন্তু সেই তালিকাতে ১৪ টি জেলার নাম থাকলেও নটি জেলার নাম বাদ গিয়েছে। যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।

এই পূর্ব মেদিনীপুর জেলার তালিকাভুক্ত ২৪৮ জন আন্ডার শিক্ষক তাদের ট্রেনিংয়ের নির্দেশিকা না আসায় মঙ্গলবার দুপুরে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক অফিসে ডেপুটেশন দেওয়া হয়। এ বিষয়ে যদি কোন সদুত্তর না পাওয়া যায় এই লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে এমনটাই জানেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য সতীশ সাউ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read